মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে একটি হলো স্বাস্থ্যসেবা। আমাদের দেশে সরকারি ও বেসরকারি অনেক হাসপাতাল আছে। বেসরকারি হাসপাতালগুলোতে তুলনামূলক খরচ বেশি হওয়াতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাওয়ার জন্য ছুটে যায় সরকারি হাসপাতালগুলোতে। তাই সেখানে বেড়ে যায় রোগীর চাপ। শহরের সরকারি হাসপাতালগুলোতে মোটামুটি চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম থাকলেও খুব ভালো ব্যবস্থা নেই দূরাঞ্চলের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। অনেক কেন্দ্রেই রয়েছে অভিজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব। ফলে গ্রামের মানুষদের রোগী নিয়ে ছুটতে হয় শহরের সরকারি হাসপাতালগুলোতে। আবার গ্রামগঞ্জের দরিদ্র মানুষগুলোর পক্ষে চিকিৎসাসেবা পাওয়ার জন্য সবসময় শহরে আসাও সম্ভব হয় না। কিন্তু একটি দেশকে সামনে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজন একটি সুস্থ জাতি। আর এ সুস্থ জাতি পাওয়ার জন্য দেশের সব প্রান্তেই নিশ্চিত করতে হবে উপযুক্ত স্বাস্থ্যসেবা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য শহর থেকে গ্রাম সব জায়গাতেই উপযুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক।
রীমা বড়ুয়া
সহকারী শিক্ষিকা,
খাজা আজমেরী গ্রামার স্কুল, মোগলটুলী, আগ্রাবাদ, চট্টগ্রাম।