সময়

আ ন ম ইলিয়াছ | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:৩৬ পূর্বাহ্ণ

সুখ সাগরে দাঁড়ের হয়না অভাব,
আঘাত তখন সইতে হয়না একা।
সময়ের ফেরে দুঃখ তোমার সাথী
দুখ সাগরে তোমার বজরা ফাঁকা।

তিথী যখন বৃহস্পতি বাড়-বাড়ন্ত তুঙ্গে
তোমার কথা বেদ-ভাগবত গীতা,
শনির দশা রাশিচক্রে বাস
জনক ও যেন তোমার পালক পিতা।

পূর্ববর্তী নিবন্ধঅচিন পাখি
পরবর্তী নিবন্ধকথার ঘূর্ণিপাকে –