অচিন পাখি

নাহিদ সুলতানা | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:৩৬ পূর্বাহ্ণ

মনের মাঝে বাস করে এক সোনার অচিন পাখি
কেমন করে কোন খাঁচাতে আগলে তারে রাখি
সারাটাদিন উড়ে বেড়ায় নীল আকাশের মাঝে
রোদের সাথে মাখামাখি করে কেবল সাজে

সন্ধ্যা হলে মন পাখিটা ফিরে না তো নীড়ে
জোনাক আলোয় খুঁজে তারে পাই যে নদীর তীরে
নীরব মনে নদীর সাথে কী যে কথা কয়!
মাঝিবিহীন নৌকায় বসে কার অপেক্ষায় রয়?
উজান-ভাটির নিত্য খেলা শান্ত চোখে দেখে
কী জানি কী ভাবছে কেবল রূপালি জল মেখে

জোছনা রাতে অচিন পাখি তারার নূপুর পরে
ঝুমঝুমাঝুম নেচে গেয়ে মনটা মাতাল করে
ভীষণ সুখে সেই পাখিটা দোলে হাওয়ার তালে
মিটিমিটি তারাগুলো পরম সোহাগ ঢালে।

হঠাৎ করে মেঘ আঁচলে চাঁদ লুকিয়ে গেলে
বিজলি মেয়ে মেঘের ভাঁজে গুড়ুমগুড়ুম চলে
মনপাখিটার কলকলানো হাসির জোয়ার দেখে
বিজলি মেয়ে লাজ মুখেতে আড়াল হয়ে থাকে

মন পাখিটা অচিন পাখি হয়েই কেবল থাকে
ভালোবাসার পরশ দিয়েই রঙিন স্বপ্ন আঁকে।

পূর্ববর্তী নিবন্ধআমার মন
পরবর্তী নিবন্ধসময়