সম্ভাব্য প্রার্থীদের বায়োডাটা জমা নিচ্ছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ

বোয়ালখালী-কর্ণফুলী-পটিয়া-চন্দনাইশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চতুর্থ ধাপে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী-কর্ণফুলী-পটিয়া ও চন্দনাইশের ৩৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। নির্বাচন অফিস জানায়, সামনে যেকোনো সময় ৪র্থ ধাপের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা আসতে পারে। এদিকে ৪র্থ ধাপের জন্য প্রস্তুতকৃত ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগ প্রতিটি ইউনিয়নে সম্ভাব্য দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বায়োডাটা জমা নিচ্ছে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দপ্তর সম্পাদক আবু জাফরের কাছে তাদের বায়োডাটা জমা দিয়েছেন বলে একাধিক চেয়ারম্যান প্রার্থী দৈনিক আজাদীকে জানিয়েছেন।
এ ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, আমরা বলেছি দল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের বায়োডাটা জমা দেয়ার জন্য। প্রতিদিন দলীয় কার্যালয়ে আমাদের দপ্তর সম্পাদকের কাছে আগ্রহীরা তাদের বায়োডাটা জমা দিতে পারবেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা না করা পর্যন্ত বায়োডাটা জমা নেয়া হবে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের মধ্যে বোয়ালখালী-কর্ণফুলী-পটিয়া ও চন্দনাইশ উপজেলায় ইউপি নির্বাচন আগে অনুষ্ঠিত হবে। সবার শেষে হবে সাতকানিয়া-লোহাগাড়া-আনোয়ারা এবং বাঁশখালীর ইউপি নির্বাচন। ৪র্থ ধাপে বোয়ালখালী উপজেলার ৮টি ইউনিয়নে, কর্ণফুলী উপজেলার ৫টি ইউনিয়নে, পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নে এবং চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে (১টি ইউনিয়নে মামলা চলছে) ৭টি ইউনিয়নে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন।
ইতোমধ্যে পরপর ৩ ধাপে উত্তর চট্টগ্রামের সবকটি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে সন্দ্বীপ উপজেলার সবগুলো ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপে অবশিষ্ট ৬টি উপজেলার ৭৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনে ব্যর্থ বিএনপি সামপ্রদায়িক হামলা শুরু করেছে : কাদের
পরবর্তী নিবন্ধপুঁজিবাজারে ঊর্ধ্বমুখী সূচকে বেড়েছে লেনদেন