লকডাউন তুলে নেওয়ায় অধিকাংশ আদালতে ভার্চুয়ালি বিচারকাজ চলবে। তবে নিম্ন আদালতে সাকসেশন ও অভিভাবকত্ব নির্ধারণ বিষয়ক মামলার শুনানি ও নিষ্পত্তি করা যাবে শারীরিক উপস্থিতিতে। ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিরা স্বাভাবিক সময়ের মতো সংশ্লিষ্ট আদালত বা ট্রাইব্যুনালেও শারীরিক উপস্থিতিতে আত্মসমর্পণ করে আবেদন করতে পারবেন। অন্য সব দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচার চলবে ভার্চুয়ালি। হাই কোর্টেও ভার্চুয়াল আদালতে দেওয়ানি, ফৌজদারি দরখাস্ত, আপিল, রিভিশন ও অন্যান্য মামলার শুনানি ও বিচারকাজ চলবে। খবর বিডিনিউজের।
গতকাল বুধবার সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়। তবে জামিন শুনানি বা মামলার অন্যান্য কাজে হাজতি আসামিদের কারাগার থেকে আদালতে হাজির না করার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। হাজতি আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে আসামিকে ভার্চুয়ালি দেখে ম্যাজিস্ট্রেট রিমান্ড শুনানি নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।