বিখ্যাত ও পরিচিত একটি উক্তি, যে জাতি যতো বেশি শিক্ষিত, সে জাতি ততো বেশি উন্নত। সেই সূত্রে আমরা বলতে পারি, আমরা দ্রুত উন্নতির দিকে অগ্রসর হচ্ছি। আমাদের শিক্ষার হার প্রতিনিয়ত বাড়ছে। বাড়ছে লেখাপড়ার পরিসর ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। এক দশক আগে যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি। সেখানে এখানে শিক্ষার মশাল জ্বলছে। শিক্ষার বিস্তারে সরকারের পাশাপাশি এলাকাভিত্তিক বিত্তশালী অনেকেই এগিয়ে আসছেন। যা খুব আশা জাগানিয়া এক পরিবর্তন বলা যায়। তবে দুঃখজনক একটি বিষয় হচ্ছে, পরীক্ষার ফি, ভর্তি ফি সহ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়া সম্পাদনের সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এমনকি এই বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনে যাওয়াটা আমাদের দেশে একটি নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। যা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। শিক্ষাপ্রতিষ্ঠান হোক একমাত্র শিক্ষা বিস্তারের উদ্দেশ্যেই। ব্যবসার চিন্তাধারা থেকে যেন কোনোভাবেই শিক্ষাপ্রতিষ্ঠানের উৎপত্তি না হয়। এই বিষয়টির দিকে নাগরিক সচেতনতার পাশাপাশি সরকারেরও কঠোর নজরদারি করা উচিত বলে মনে করি।