লোহাগাড়ায়৭ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ৭ মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

 

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলোআদর্শ মিষ্টি ভবন, ইনসাফ রেস্টুরেন্ট, হোটেল শাহ মজিদিয়া, মমতাজ স্টোর, প্রগতি চাউল ঘরটা, রায়হান এন্টারপ্রাইজ ও নুর স্টোর। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর অবস্থায় ইফতার সামগ্রী তৈরি, সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এছাড়া অসংখ্য দোকানিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণাও চালানো হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সাথে ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান ও স্থানীয় ইউপি সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল : জয় দিয়ে শুরু চ্যাম্পিয়ন গুজরাটের
পরবর্তী নিবন্ধএবার বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক