লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের মাসিক নিয়মিত সভা, দায়িত্ব হস্তান্তর, মাল্টিপল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ও জেলা গভর্নর টিমের সংবর্ধনা ও সেবা কর্মসূচি নগরীর সিনিয়র্স ক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে ও লায়ন আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের চেয়ারম্যান লায়ন এস কে কামরুল। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী ও সদ্যপ্রাক্তন জেলা গভর্নর ও মাল্টিপল ডিস্ট্রিক্ট ভাইস চেয়ারম্যান লায়ন আল সাদাত দোভাষ। সম্মানিত অতিথি ছিলেন লায়ন্স জেলার প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ লায়ন এম এ মালেক, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রফিক আহমেদ, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন মোসতাক আহমেদ, লায়ন এম মঞ্জুর আলম, লায়ন নাসির উদ্দিন চৌধুরী, লায়ন কামরুন মালেক, লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ এর লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন গাজী মোহাম্মদ শহীদ উল্লাহ্, জেলার গ্লোবাল একশন টিমের সদস্যবৃন্দ যথাক্রমে লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলাম, লায়ন ইমতিয়াজ ইসলাম চৌধুরী, লায়ন আসিফ উদ্দিন ভূঁইয়া, লায়ন্স জেলার লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন মুহাম্মদ আনিসুল হক চৌধুরী, লিও ইয়্যুথ ক্যাম্প অ্যান্ড এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান এবং সদ্যপ্রাক্তন ক্লাব সভাপতি লায়ন আবদুর রব শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে মাল্টিপল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান লায়ন এস কে কামরুল বলেন, আমাদের আগামী প্রজন্ম দারুণ ব্যস্ত। সময়ানুবর্তিতা ও ভালোবাসার মাধ্যমে লায়নিজমের আলোকমশাল নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে।
লায়ন্স জেলা ৩১৫-বি৪’র জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমার এই সেবাবর্ষটি আমি ভালোবাসার মাধ্যমে কাটাতে পারবো। সেজন্য আমার কল, অন্তহীন ভালোবাসায় সেবা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের লায়ন সৈয়দ দিদারুল আলম, লায়ন সিলভাস্টার বার্নাডেট, লায়ন তাহের খান, লায়ন নুরুল আলম, লায়ন মোসাদ্দেক শরীফ মানিক, লায়ন জি কে লালা, লায়ন মোসলেহউদ্দিন খান, লায়ন রাজিব সিনহা, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন ডা. মেসবাহউদ্দিন তুহিন, লায়ন এস কে পালিত, জোন চেয়ারপার্সন লায়ন সাধন কুমার ধর, লায়ন আবু নাসের রনি, ভাইস প্রেসিডেন্ট লায়ন বাবুল কান্তি লালা, লায়ন রেবেকা নাসরিন, লায়ন শহীদুল ইসলাম টিটু, সেক্রেটারি লায়ন নাজমুল শাকের, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, ট্রেজারার লায়ন নূর আকতার জাহান, জয়েন্ট ট্রেজারার লায়ন মোহাম্মদ আইয়ুব, লায়ন বাসুদেব সিনহা, লায়ন ফিরোজা আহসান, লায়ন এডাম ম্যাথিউ গনসালভেস, লায়ন মহাদেব ঘোষ, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও ইরফান মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট লিও আতিক শাহারিয়ার, ডিস্ট্রিক্ট লিও লিডার্স লিও সাখাওয়াত হোসেন, লিও রাহুল লালা জয়, লিও আবদুল্লাহ আলী আল হাসান, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও অদিতি বড়ুয়া, সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট লিও শাহারিয়ার কবির, লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসী কেমব্রিয়ানের সভাপতি লিও নাজমুল হাসান আলেপ, সদ্যপ্রাক্তন সভাপতি লিও তাসফিয়া আকতার, লিও ক্লাব অব চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট লিও শেখ মুনতাসির, সেক্রেটারি লিও মিনহাজুর রহমান শিহাব, ট্রেজারার লিও রাকিবুল আলম রনি, ক্লাব সদস্য লিও আহসান, লিও মাহমুদুন্নবী রানা, লিও সাখাওয়াত, লিও এমরান, লিও রামিসা, লিও মেহেদি, লিও হামিদ, লিও জাহেদ, লিও সারওয়ার, লিও কায়েস, লিও রিয়াজ, লিও নুজহাত, লিও আবির, লিও বিজয় প্রমুখ। অনুষ্ঠানে লায়ন্স সার্ভিস কমপ্লেঙের সেবা কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এক লাখ টাকা প্রদান করা হয়। অন্তর্ভুক্ত করা ১০ জন নতুন সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।