রাঙামাটির লংগদু উপজেলার ৪নং বগাচতর এলাকায় কাপ্তাই লেকে পড়ে মো. তামিম হোসেন (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে। শিশুটি ৪নং বগাচতর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফফার ভূঁইয়ার নাতি ও মো. আব্দুল হামিদের ছেলে।
জানা যায়, শিশুটি খেলাচ্ছলে হঠাৎ লেকের পানিতে নেমে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি শিশুর দাদা আব্দুল গফফার নিশ্চিত করেছেন।











