রেলের ডিজেল শপ থেকে ইঞ্জিনের মালামাল চুরি

দুই নিরাপত্তা সদস্য সাসপেন্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

রেলওয়ের পাহাড়তলী ডিজেল শপে রাতের আঁধারে চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত রাতে কারখানার ভেতরে একটি ইঞ্জিনের মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোর। এই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে সাসপেন্ড করা হয়েছে বলে ডিজেল শপের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাহাড়তলী ডিজেল শপের এক কর্মকর্তা জানান, গত রবিবার রাতে পাহাড়তলীর ডিজেল শপে একটি ইঞ্জিন রাখা হয়। নিয়ম অনুযায়ী ইঞ্জিনটি সিলগালা করে দেওয়া হয়। কিন্তু রাতে সিল করা সেই ইঞ্জিনের
কন্ট্রোলারসহ বেশকিছু গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়।
গতকাল সোমবার ইঞ্জিনের মালামাল চুরির খবর পেয়ে কর্মকর্তারা সিসিটিভি ফুটেজে দেখতে পান ইঞ্জিনের জানালা ভেঙে একজন লোক চুরি করছে। সে সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্য মাসুদ রানা ও শাহীন ফারাজীকে সাসপেন্ড করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বাভাবিক প্রসবে বাড়ছে আগ্রহ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৩০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু