রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে শ্রমিক ফ্রন্টের সমাবেশ

| রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৬:৫৫ পূর্বাহ্ণ

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে রানা প্লাজা ট্র্যাজেডির ৮ বছর স্মরণে ২৪ এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস হিসেবে ঘোষণা, নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ নিশ্চিত ও আহত-পঙ্গু শ্রমিকদের পুনর্বাসন, শ্রমিক ছাটাই বন্ধ, লকডাউনে সকল শ্রমিকদের রেশন-নগদ টাকা প্রদানসহ বিভিন্ন দাবিতে গতকাল সকাল ১১টায় নগরীর ২নং গেট মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য মহিন উদ্দিন, চট্টগ্রাম জেলার আহবায়ক হেলাল উদ্দিন কবির, সদস্য সচিব আকরাম হোসেন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি রায়হান উদ্দিন। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ আট বছর অতিক্রান্ত হয়ে গেলেও রানা প্লাজা ট্র্যাজেডির বিচার আজও সম্পন্ন হয়নি, শাস্তি নিশ্চিত করা যায়নি। নিহত আহত শ্রমিকদের ক্ষতিপূরণ-পুনর্বাসনের আশ্বাস দেয়া হলেও আজও তা নিশ্চিত করা হয়নি।
নেতৃবৃন্দ রানা প্লাজাসহ বাঁশখালীতে নিহত-আহত সকল শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধভারতে এক দিনে শনাক্ত প্রায় সাড়ে ৩ লাখ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বেকারিকে লাখ টাকা জরিমানা