রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মুরাদনগরে ফখরুল ইসলাম চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে গত রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এমসিএ ক্রিকেট একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে এমসিএ একাদশ ১০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মুরাদনগর পশ্চিম পাড়া একাদশ ১১৯ রানে গুটিয়ে যায়। ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য হাজী মনির আহম্মদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম, সিনিয়র শিক্ষক মো. রহিম উদ্দিন সিকদার, রাঙ্গুনিয়া ক্লাব সভাপতি সেলিম চৌধুরী, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, ব্যবসায়ী নেতা মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। টুর্নামেন্ট আয়োজনে ছিলেন মুনতাহের রহমান চৌধুরী, মো: ইমরান উদ্দিন চৌধুরী, আরফাত হোসেন, এস.এম.রায়হান রানা প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেওয়া হয়।