বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশের নারীরা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৮ মার্চ, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল দক্ষিন আফ্রিকার কাছে হার দিয়ে শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে এসেও হতাশার হারকে সঙ্গী করল বাংলার নরীরা। গতকাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল। ডানেডিনে বৃষ্টির কারনে ৫০ ওভারের ম্যাচটি ২৭ ওভারে নেমে আসে । আর সে ২৭ ওভারে ১৪০ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। ফারজানা উপহার দেন বিশ্বকাপে দেশের হয়ে প্রথম হাফ সেঞ্চুরি।টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দল শুরুটা বেশ ভালই করেছিল। ৯ ওভারে ৫৯ রানের জুটি গড়েন শামীমা এবং ফারজানা। ৩৬ বলে ৩৩ রান করে শামীমা ফিরলে ভাঙ্গে এজুটি। দ্বিতীয় উইকেটে নিগার সুলতানাকে নিয়ে আরো ২০ রান যোগ করেন ফারজানা। ১৩ বলে ১১ রান করে ফিরেন নিগার। এরপর বলতে গেলে আর কেউ দাড়াতে পারেনি নিউজিল্যান্ডের বোলরাদের সামনে। একপ্রান্ত আগলে রেখে কেবল লড়াই করে গেছেন ফারজানা। শেষ পর্যন্ত ৫২ রান করে রান আউটের শিকার হয়ে ফিরেন এই ওপেনার। তার ৬৩ বলের ইনিংসটিতে কেবল একটি চারের মার ছিল। এরপর আর কোন ব্যাটসম্যান দাড়াতে না পারায় ১৪০ রানে থামে বাংলাদেশের ইনিংস। ১৩ রান আসে সোবহানার ব্যাট থেকে। নিউজিল্যান্ডের পক্ষে স্যাটার্থওয়েট নেন ৩ উইকেট।
২৭ ওভারে ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ রানে প্রথম উইকেট হারায় নিউজ্যিলান্ড। কিন্তু কে জানতো সেটাই বাংলাদেশের শেষ সাফল্য। সালমা খাতুনের লেংথ বল পুল করতে গিয়ে সোফি ডিভাইন বোল্ড হন ১৪ রান করে। এরপর জুটি বাধেন সুজি বেটস ও অ্যামিলিয়া কার । এ দুজন অনায়াসেই জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের পথে। বাংলাদেশের বোলারদের কোন রকম পাত্তাই দেননি এ দুজন। পুরো ৭ ওভার হাতে রেখে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ডের নারীরা। বেটস ৬৮ বলে ৮টি চারের সাহায্যে ৭৯ রান করে অপরাজিত থাকেন। অপরদিকে অ্যামিলিয়া কার অপরাজিত থাকেন ৩৭ বলে ৪৭ রানে। বেটসের সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটি ৮১ বলে ১০৮ রানের। তিন দিনের মধ্যে দুই ম্যাচের পর একটু বিরতি পাচ্ছে বাংলাদেশ। পরের ম্যাচ আগামী সোমবার পাকিস্তানের বিপক্ষে হ্যামিল্টনে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার দক্ষিনঘাটায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ফখরুল চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন