রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অন্তবর্তীকালীন মেয়াদে চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা পরিষদের সদস্য এবং কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী।
এছাড়া সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিয় নন্দ চাকমা, জুড়াইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, রাঙামাটি সদরের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল চন্দ্র দে (বাদল মাস্টার), কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নিউচিং মারমা, রাঙামাটি মহিলা যুবলীগের সহ-সভাপতি ঝর্ণা খীসা, লংগদু উপজেলার বাসিন্দা ও সাবেক জেলা পরিষদের সদস্য জানে আলমের স্ত্রী মোছা. আছমা বেগম, রাঙামাটি জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার এবং সাবেক জেলা পরিষদের সদস্য ও বিলাইছড়ি উপজেলার বাসিন্দা রেমলিয়ানা পাংখোয়া।