রাউজানে রাবার বাগান থেকে অস্ত্রসহ গ্রেপ্তার যুবকের ১৭ বছর কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজানে রাবার বাগান এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সৈয়দ হোসেন প্রকাশ ফারুক নামের ওই যুবক রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার বেলাল হোসেনের ছেলে। গতকাল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ফারুককে পৃথক দুটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলার ১৯ (১) ধারায় ১০ বছর এবং ১৯ (৬) ধারায় ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। আদালত সূত্র জানায়, গত বছরের ৭ নভেম্বর একটি রাইফেল, একটি এলজি, আটটি রাইফেলের বুলেট ও চারটি কার্তুজসহ সৈয়দ হোসেন প্রকাশ ফারুকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের তৎকালীন ডিএডি আব্দুল মতিন অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার এজহারে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এমন অবস্থায় অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেন। আদালত সূত্র আরো জানায়, তদন্ত শেষে ২০২১ সালের শেষের দিকে ফারুকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৯ মে ফারুকের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া ও ফটিকছড়িতে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধবদলে যাবে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন