রমজানের ওই রোজার শেষে

সুমনা দাশ শান্তা | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ
আনন্দে তাই আত্নহারা
নেইতো চোখে নিদ।

মন নেচে যায় মধুর সুরে
হাওয়ার তালে তালে
চাঁদ মামা ঐ জোৎস্না বিলায়
সন্ধ্যা রাতের গালে।

চাঁদের রাতে মন উচাটন
হরেক রকম চিন্তা
কোন পোশাকে লাগবে ভালো
ঈদের বিশেষ দিন তা?

সাত সকালে ঘুম যে পালায়
পড়বো ঈদের নামাজ
কোথায়, কোথায় ঘুরতে যাবো
বিশেষ দিনে আজ?

নানা রকম মধুর সুভাস
হরেক রকম খাবার
এসব ভেবেই সময় হলো
নামাজ পড়তে যাবার।

নামাজ শেষে কোলাকুলি
কুশল বিনিময়
ঈদের খুশি মজা যেন
সবার ভাগ্যে রয়।

পূর্ববর্তী নিবন্ধঈদ এসে গেছে
পরবর্তী নিবন্ধএকটা ঈদের চাঁদ