জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ”মুজিব শতবর্ষ ফুটবল টুর্ণামেন্টে অংশ নেওয়া রফিক আহমদ চৌধুরী একাদশের সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। প্রয়াত রফিক আহমদ চৌধুরীর সন্তান এনামুল গণি চৌধুরীর সভাপতিত্বে সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোহা: শাহজাহান। সভায় এনামুল গণি চৌধুরীকে চেয়ারম্যান, আক্কাছ উদ্দীনকে সম্পাদক এবং আব্দুর রশীদ লোকমানকে প্রধান সমন্বয়কারী করে একুশ সদস্য বিশিষ্ঠ সাংগঠনিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান যথাক্রমে সালাউদ্দীন আহমেদ, তানভির আহমেদ চৌধুরী, শৈবাল দাশ সুমন, দিদারুল আলম দিদার, রাশেদুর রহমান মিলন, ওয়াহীদুল আলম শিমুল, অহিদ সাদেক পারভেজ, সাহাবুদ্দীন বাদশা। সদস্য যথাক্রমে কাজী জসিম উদ্দীন , জসিম উদ্দীন, এস এম মামুনুর রশিদ, জয়নাল আবেদীন, সুমন কান্তি নাথ, মাশরুল হোসেন, এস এম আলী আকবর, গোপাল দাশ টিপু, মোশারফ হোসেন লিটন, তামজিদ কামরান প্রমুখ।