রঙ সুতপা চক্রবর্তী | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ তাকাও সোনালু আর কৃষ্ণচূড়ার রং জড়িয়েছি গায়ে, পলাশ রাঙা টিপ দিয়েছি কপালে, গোলাপ থেকে ধার নেয়া লাল টুকটুক আলতা পায়ে, সাদা রঙের বেলীর মালা ঝুলিয়েছি খোঁপায়! হবে না বলো? আমার স্বপ্নে রাঙা তোমার দৃষ্টি চাই