ম্যাচে হেরে হতাশ তামিম

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১১:৩৪ পূর্বাহ্ণ

সিরিজ জিতলেও তৃতীয় ম্যাচটাকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন তামিম। সেটা হলে ৩০ পয়েন্টের লক্ষ্য পূরণ হতো। গতকাল আফগানদের বিপক্ষে সিরিচের তৃতীয় ম্যাচটি হেরে বসলো বাংলাদেশ। আর তাতেই তামিমের কণ্ঠে ফুটে উঠল একরাশ হতাশা। সুপার লিগে ১০০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাংলাদেশ হেরেছে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে। গতকাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিমের কণ্ঠে ঝরে পড়ে হতাশা। তিনি বলেন, ‘আমার যতদূর মনে পড়ে, এই সুপার লিগে আমরা শ্রীলংকার বিপক্ষেও একই পরিস্থিতিতে ছিলাম। সেখানেও প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচ ভালোভাবে শেষ করতে পারিনি। আজ আমরা ম্যাচটা খুব ভালোভাবে শেষ করতে চেয়েছিলাম। আগের ম্যাচে চমৎকার ক্রিকেট খেলার পর আজ দুর্ভাগ্যজনকভাবে ভালো করতে পারিনি। আমরা শুরুটা ভালো করেছিলাম। কিন্তু মাঝপথে ছন্দ হারিয়ে ফেলি। সত্যি বলতে আমার কাছে, সিরিজে এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও আমরা সিরিজ জিতেছি, কিন্তু লক্ষ্য ছিল এখান থেকে সর্বোচ্চ যত পয়েন্ট নেওয়া সম্ভব, সেটা নেওয়ার।’ সুপার লিগে তামিমদের সামনের তিন সিরিজ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দেশের মাটিতে, অন্য দুটি প্রতিপক্ষের মাঠে। তাই নিজেদের এগিয়ে রাখতে আফগানিস্তান সিরিজ থেকে পুরো ৩০ পয়েন্টই চেয়েছিলেন তামিম। সেটি করতে না পারার কোন অজুহাত দেননি তামিম। ‘না, না, না উইকেট একেবারেই কোনো অজুহাত নয়। আমার মনে হয়, প্রথম ২০ ওভারে বল কিছুটা সহয়তা পাচ্ছিল। সে সময় আমাদের রান ছিল ১ উইকেটে ১০০। কঠোর পরিশ্রম করলাম, কিন্তু যখন উইকেট ভালো হয়ে গেল সে সময় ছন্দ হারিয়ে ফেললাম।’

পূর্ববর্তী নিবন্ধফুটবলে রাশিয়াকে নিষিদ্ধ করল ফিফা ও উয়েফা
পরবর্তী নিবন্ধরাশিয়ার আঘাতে পুড়লো বিশ্বের সর্ববৃহৎ বিমান