রাশিয়ার আঘাতে পুড়লো বিশ্বের সর্ববৃহৎ বিমান

ইউক্রেনের ‘স্বপ্ন’ভঙ্গ

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১১:৩৫ পূর্বাহ্ণ

রুশ আগ্রাসনে এবার ধ্বংস হল ইউক্রেনের কাছে থাকা বিশ্বের সবচেয়ে বড় বিমান, এএন-২২৫ ‘মৃয়া’। ইউক্রেনিয়ান ভাষায় ‘মৃয়া’ অর্থ স্বপ্ন।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আগ্রাসনের তৃতীয় দিনে কিয়েভের কাছে হস্টোমেল বিমান বন্দরে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে নষ্ট হয় বৃহত্তম এ কার্গো বিমানটি।
অবিভক্ত সোভিয়েত ইউনিয়নে ১৯৮০ সালে ইউক্রেনের অ্যান্টোনভ সংস্থার ভিক্টর তোলমাচেভ এই বিমানটির নকশা প্রস্তুত করেন। বিশ্বের সব চেয়ে বড় বিমান ছাড়াও অনেক কৃতিত্বের অধিকারী এই এএন-২২৫। এর ডানা দুটি বিশ্বের সবথেকে বড় বিমানের ডানা। ৬৪০ টনেরও বেশি ওজন নিয়ে উড়তে পারা সবচেয়ে ভারী বিমানও এটি। ১৯৮৫ সালে বিমানটি তৈরি হলেও ১৯৮৮ সালের ২১ ডিসেম্বর তা প্রথম আকাশে ওড়ে। ৩ বছরের বেশি সময় ধরে সোভিয়েত সেনাবাহিনীর কাজে লাগার পর প্রায় ৮ বছর ধরে বিমানটি অব্যবহৃত ছিল। পরে একে বাণিজ্যিক কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় ইউক্রেন। শুধুমাত্র এই বিমান দেখতেই ফি বছর অনেক পর্যটকের ভিড় জমে ইউক্রেনে।
রবিবার ইউক্রেনের বিদেশমন্ত্রী মিত্র কুলেবা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে ইউক্রেন আবারও বিমানটি তৈরি করবে বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধম্যাচে হেরে হতাশ তামিম
পরবর্তী নিবন্ধপুতিন কি সত্যি পারমাণবিক বোমার বোতাম চেপে দেবেন?