মোছলেম উদ্দিন আহমদ রাজনীতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন

স্মরণসভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, বিএনপি জামায়াতের কর্মকান্ড দেখছি। আবারও জ্বালাও পোড়াও কর্মসূচি শুরু করেছে। আপনারা বিশৃঙ্খলা না করে নির্বাচনে আসুন। নির্বাচন সুন্দর হবে। এদেশের জনগণ আর হাওয়া ভবন দেখতে চায় না। গত ২৯ জুলাই বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত আরাকান সড়কের একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মোছলেম উদ্দিন আহমদ এমপি স্মরণে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রয়াত মোছলেম উদ্দিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, দুঃসময়ে দেশ ও জনগণের কল্যাণে যারা রাজনীতি করে, দলের কর্মীদের পাশে দাঁড়ায় তারা আমাদের কাছে স্মরণীয় ও বরণীয়। মোছলেম উদ্দিন আহমদ নিজের জীবন রাজনীতির জন্য উৎসর্গ করেছেন। তিনি একজন ভালো রাজনীতিবিদ ছিলেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তিনি একজন নিবেদিতপ্রাণ, সফল, ত্যাগী রাজনীতিবিদ হিসাবে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।

বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, মোছলেম উদ্দিন আহমদ স্বাধীনতা পূর্ববর্তী সময় হতে ছাত্রলীগকে সংগঠিত করেছেন। দায়িত্বশীল, সাহসী ও সহজেই কর্মীদের আকৃষ্ঠ করতে পারার সুবাদে হাজার হাজার কর্মী তার হাত ধরে এসে আজ জেলা আওয়ামী পরিবারে সংপৃক্ত হয়েছে। প্রধান বক্তা বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, মোছলেম উদ্দিন আহমদ সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর অবদানের কাছে দক্ষিণ জেলা আওয়ামী পরিবার ঋণী।অনন্য গুনাবলীর অধিকারী মোছলেম উদ্দিন আহমদ সাধারণ মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকারিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর, নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, শামীম আরা বেগম, কাজী শারমিন সুমি, রেজাউল করিম বাবুল, এসএম বোরহান, মো. আবু তাহের, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান শফিউল আজম শেফু, চেয়ারম্যান কাজল দে, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক বৃত্তিপ্রাপ্ত চবির ৭৫ শিক্ষক-শিক্ষার্থীকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধউদীচী চবি সংসদের বর্ষা উৎসব