আন্তর্জাতিক বৃত্তিপ্রাপ্ত চবির ৭৫ শিক্ষক-শিক্ষার্থীকে সংবর্ধনা

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চলতি বছর আন্তর্জাতিক বৃত্তিপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৭৫ জন শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস)। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিজিটাল ক্লাসরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৭৫এর অধিক শিক্ষকশিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য মনোনীত হয়েছেন। ফুলব্রাইট, কমনওয়েলথ, মনোবুশো, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডের মত মর্যাদাপূর্ণ প্রায় ২০টি বৃত্তি নিয়ে তারা পাড়ি জমাবেন বিদেশে। শিক্ষার্থীদের এ সাফল্যের ধারা বজায় রাখতে ও তাদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যেই প্রতিবছর সিইউআরএইচএস এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, দেশ এবং দেশের বাইরে যে সাফল্যের অগ্রযাত্রা শুরু হয়েছে সেই সাফল্য যেন প্রবাহমান থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ধারণ করে দেশের বাইরে আপনাদের সাফল্য আমাদের গর্বিত করে। সামনের দিনগুলোতে আমরা আরও সাফল্য দেখতে চাই।

বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর বেনু কুমার দে, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ মামুন, চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খায়রুল ইসলাম, সিইউআরএইচএসএর উপদেষ্টা ড. অলক পাল। এছাড়া অতিথি ছিলেন সিইউআরএইচএসএর মডারেটর ড. আদনান মান্নান, ডেপুটি মডারেটর ড. কাজী তানভীর আহমেদ ও ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী এবং সিইউআরএইচএস এর ফ্যাকাল্টি মডারেটর ড. আফতাব উদ্দীন, . সুমন গাঙ্গুলী। ড. আদনান মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, সিইউআরএইচএসের প্রতিষ্ঠাতা তাকবির হোসেন, সভাপতি মাহমুদ শরীফ এবং সঞ্চালনায় ছিলেন নুসরাত আফরিন।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের চক্ষু ক্যাম্প
পরবর্তী নিবন্ধমোছলেম উদ্দিন আহমদ রাজনীতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন