উদীচী চবি সংসদের বর্ষা উৎসব

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

পাহাড়কাটা বৃক্ষনিধন এবার থামুক, এবার না হয় নিয়ম মেনে বর্ষা নামুক’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সাংস্কৃতিক সংগঠন উদীচী চবি সংসদের উদ্যোগে ‘বর্ষা উৎসব’ গতকাল সোমবার চবি মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। সম্মানিত অতিথি ছিলেন উদীচী চবি সংসদের উপদেষ্টা প্রফেসর সিরাজউদদৌল্লাহ, প্রফেসর এ বি এম আবু নোমান, উদীচী চবির সাবেক সভাপতি প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, উপদেষ্টা প্রফেসর ড. কুন্তল বড়ুয়া ও উপদেষ্টা প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। উদীচী চবি সংসদের সভাপতি ইউসুফ মুহম্মদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ ও মিসকাতুল মমতাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্নিগ্ধা চৌধুরী তন্ময় ও প্রজ্ঞা পারমিতা সেনগুপ্তা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পার্থ প্রতীম মহাজন।

উপাচার্য বলেন, উদীচীর সদস্যবৃন্দ চবি ক্যাম্পাসে প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনসহ সারাবছর ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানাদি আয়োজন করে থাকে। তাদের এ সকল আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, বর্ষাকাল বাঙালি জাতির অন্যতম একটি জনপ্রিয় ঋতু। স্নিগ্ধসুন্দর শীতল বৃষ্টিমুখর বর্ষায় বাঙালি জাতি হয়ে ওঠে আনন্দে উদ্বেলিত। সবশেষে উদীচীর শিল্পীবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোছলেম উদ্দিন আহমদ রাজনীতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন
পরবর্তী নিবন্ধড্রিম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মতবিনিময় সভা