আফগানিস্তানের তালেবান সরকার মেয়েদের হাইস্কুল খুলেই আবার বন্ধের নির্দেশ দেওয়ার পর বিশ্ব ব্যাংক দেশটিতে ৬০ কোটি ডলারের ৪ টি প্রকল্পের কাজ আটকে দিয়েছে। সাধারণ মানুষের জীবিকা, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে আফগানিস্তানে রিকনস্ট্রাকশন ট্রাস্ট ফান্ডের আওতায় জাতিসংঘ সংস্থার মাধ্যমে এই চারটি প্রকল্প বাস্তবায়নের কথা ছিল বিশ্ব ব্যাংকের। খবর বিডিনিউজের।
তবে ব্যাংক এসব প্রকল্পে মেয়ে ও নারীদের সম্পৃক্ত হওয়া এবং পুরুষদের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করারও শর্ত দিয়েছিল। মেয়েদের স্কুলে যাওয়ার ওপর তালেবানের নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেই ব্যাংক এই শর্ত বেঁধে দেয়। ফলে এখন সেই শর্ত পূরণ না হওয়ায় বিশ্ব ব্যাংক প্রকল্পগুলো আটকে দিয়েছে। তালেবান কয়েক মাসের নিষেধাজ্ঞার পর গত সপ্তাহে মেয়েদের স্কুল খুলে দেওয়ার কয়েকঘন্টা পরই আবার তা বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়। তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, মেয়েদের জন্য ইসলামি আইন অনুযায়ী ইউনিফর্মের বিষয়ে সিদ্ধান্তগ্রহণ এবং স্কুল পুনরায় চালুর একটি পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তালেবানের এই নির্দেশের পরই এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়।