শ্রীলঙ্কায় প্রতিদিন ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

জ্বালানির তীব্র সংকটের মধ্যে জলবিদ্যুৎও ফুরিয়ে আসায় দেশজুড়ে প্রতিদিন রেকর্ড ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার দেশটিতে গতকাল থেকেই এ ঘোষণা কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া। খবর বিডিনিউজের।
আমদানির বিল পরিশোধে প্রয়োজনীয় বিদেশি মুদ্রার তীব্র ঘাটতির কারণে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এবারই সোয়া দুই কোটি মানুষের দেশ শ্রীলঙ্কাকে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাপ জেনারেটর চালাতে তেল না থাকায় চলতি মাসের শুরু থেকে দেশটিতে প্রতিদিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হচ্ছিল। শ্রীলঙ্কার মোট চাহিদার ৪০ শতাংশের বেশি আসে জলবিদ্যুৎ থেকে। কিন্তু বৃষ্টি না হওয়ায় বেশিরভাগ জলাধারে পানি বিপজ্জনক মাত্রায় নেমে এসেছে, জানিয়েছেন কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, আফগান প্রকল্প আটকে দিল বিশ্ব ব্যাংক
পরবর্তী নিবন্ধনিলামে উঠছে দ্য রক দাম ২২৭ কোটি!