সিএসইতে লেনদেন ২২.৯৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ২২.৯৭ কোটি টাকা। মোট ৭,৬৮৭টি লেনদেনের মাধ্যমে মোট ৮৫.০৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৯.১৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯,৭৭৫.৩৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৪৫৮.৭৬-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২৪৫.০৩ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ১১০.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯.২২ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৮,৬৪১.৩৩ টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৬৩৩.৭৩ কোটি টাকায়। সিএসইতে ৩৭৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩১০টির। এর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় হ্যান্ডবলের ফাইনালে বিজিবি এবং আনসার
পরবর্তী নিবন্ধমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, আফগান প্রকল্প আটকে দিল বিশ্ব ব্যাংক