উদার আকাশ মিষ্টি বাতাস
নীলের সামিয়ানা,
একটি মুজিব সত্য মুজিব
মুজিব ষোলো আনা।
রোদের শিশু খুললো ভোরে আঁখি
মুজিব বাংলাদেশের পরান পাখি।
একটি মুজিব লক্ষ মুজিব
কোটি মুজিব ঘরে,
জনম জনম বসত করে
মন-প্রাণ ও অন্তরে।
একটি মুজিব ভোরের পরম হাসি
সোনার বাংলা তোমায় ভালোবাসি।









