জনকের ছোঁয়া পাই হাত বাড়ালেই

এমরান চৌধুরী | বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৯:০৩ পূর্বাহ্ণ

তুমি আছ ছড়াগানে আছ কবিতায়
অবারিত সবুজের মাঠ ঘাট নায়
তুমি আছ ভাটিয়ালি সুর- কলরোলে
কচি মুখে রোদ্দুর –আধো আধো বোলে।

তুমি আছ গল্প ও নানা কারুকাজে
তোমার কন্ঠধবনি রোজ বুকে বাজে
ভয় কাতুরের দল ফিরে পায় প্রাণ
বাঙালির বীর-ভাব সে তোমার দান।

তুমি আছ পালতোলা নৌকার পালে
বাইগার নদীতটে জারুলের ডালে
নকশি কাঁথায় আঁকো জীবনের ছবি
তাই তুমি অবিনাশী চেতনার কবি।

হও তুমি পুলকিত দোয়েলের ডাকে
তুমি আছ নীলগিরি পাহাড়ের বাঁকে
তুমি আছ আমনের ঢেউ আঁকা ক্ষেতে
ফড়িঙের পিছু পিছু থাকো তুমি মেতে।

তুমি আছ মাল্লার লোনা ঘামে নেয়ে
সপাং সপাং করে যাও দাঁড় বেয়ে
শোষিতের দাবি নিয়ে হও সোচ্চার
তর্জনি দিয়ে রুখো যত অবিচার।

তুমি আছ সবখানে বলবে কে নেই?
“জনকের ছোঁয়া পাই হাত বাড়ালেই।”

পূর্ববর্তী নিবন্ধপ্রতিদিনের সূর্য
পরবর্তী নিবন্ধমুজিব