মুক্তিযুদ্ধের ছড়া

ইকবাল বাবুল | বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৯:০৪ পূর্বাহ্ণ

স্বাধীনতা আসবে বলে তুমি
একটি ছেলে মা’র দু’টো পা চুমি
বুলিয়ে নিলো মাথায় কোমল হাত
সময় তখন মধ্য নিঝুম রাত ।
রাত মানেতো গা ছম ছম ভয়
কেউ জানে না কখন কীযে হয় ?
হুতুমপেঁচা ডাকছে থেকে থেকে
আশংকা এক নামলো কেমন জেঁকে।
পাড়ার কুকুর উঠলো ডেকে – ঘেউ
নেইতো জেগে তখন বাড়ির কেউ
চারদিকে বেশ নিরব কী নিশ্চুপ
আঁধার রাতের এইযে আরেক রূপ !
মায়ের তখন চোখ ভিজে যায় জলে
চোখ মুছে নেয় চোখ ফেরানোর ছলে
বাঁধ মানে না তার সে’ জলের ঢল
বুকের ভেতর করছে ছলাৎ ছল।
কিনতু ছেলের নেই ভাবনার শেষ
যেই করে হোক করবে স্বাধীন দেশ
ভয়ের কোনো লেশ নেই তার মনে
কারণ তাকে ডাকছে রণাঙ্গনে
বুকটাতে তার অসীম সাহস, বল
মন বলে তার আর দেরি নয়, চল্‌
তাই ছলেটি ভোর না হবার আগে
পাড়ার মানুষ কেউ না যখন জাগে
এমন সময় ঘর থকে হয় বের
কী সকরুণ দৃশ্যটুকুন এর !
সেই ছেলেটি যুদ্ধে গেলো শেষে —
আর ফেরেনি দেশকে ভালোবেসে।

পূর্ববর্তী নিবন্ধমুজিব
পরবর্তী নিবন্ধস্বাধীনতার লাল সূর্য