মিথ্যাচারে নোবেল থাকলে ফখরুল পেতেন : কাদের

| শনিবার , ১১ জুন, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

বাজেট নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করিয়ে দিয়েছেন ‘হাওয়া ভবনের’ কথা। গতকাল মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক সম্মেলনে তিনি বলেন, মিথ্যাচারে নোবেল পুরস্কার দেওয়া হলে তা ফখরুল পেতেন। খবর বিডিনিউজের।

কাদের বলেন, বাজেট হতে না হতেই ফখরুল দেখছেন লুটপাট। লুটপাট বিএনপির অস্থিমজ্জার সঙ্গে মিশে গেছে। লুটপাট ছাড়া এরা কিছুই বোঝে না। আবার ক্ষমতায় এলে লুটপাট করবে, হাওয়া ভবনের নামে খাওয়া ভবন করবে।

বাজেট নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে কাদের বলেন, যিনি নিজে চোর, তিনি অন্যকেও চোর ভাবেন। যিনি লুটপাট করেন, তিনি অন্যকেও লুটেরা ভাবেন। আপনাদের নেতা তো অর্থ পাচারকারী, পলাতক, দণ্ডপ্রাপ্ত আসামি। টেমস নদীর পাড়ে বসবাস করছেন। কোথা থেকে এই টাকা আসে? কত টাকা বাংলাদেশ থেকে পাচার করে এভাবে বিলাসের জীবনযাপন করছেন, আমরা জানতে চাই।

দেশে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও কর্ণফুলী টানেলসহ বিভিন্ন প্রকল্প নির্মাণ করা শেখ হাসিনার ‘অপরাধ’ কিনাসেই প্রশ্ন করেন সেতুমন্ত্রী।

খালেদা জিয়া প্রথম পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর করেছেনমির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিক্রিয়া ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর দুই পাড়ে মাওয়াজাজিরায় খালেদা জিয়া নাকি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কবে কখন কোথায়? বিএনপির যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদাকে জিজ্ঞেস করলামতিনি প্রকাশ্যেই বললেন, বিএনপির আমলে আলাপআলোচনা হয়েছে। কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়নি।

পদ্মা সেতু নিয়ে বিএনপি নেতাদের ‘জ্বলছে’ মন্তব্য করে তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধন করবেন শেখ হাসিনা। বুকে বড় ব্যথা, বড় বিষজ্বালা। বিএনপি আজকে জ্বলছে। সারা দেশের মানুষ দক্ষিণাঞ্চলের জনগণ তাদের মুখে হাসি। আর বিএনপি নেতাদের মুখে শ্রাবণের আকাশের সব কালো মেঘ। তারা সহ্য করতে পারছে না।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুতে টোল দিয়ে স্বর্গে যাব : ফখরুল
পরবর্তী নিবন্ধবিএম ডিপো পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের টিম