মায়ের ভাষা

ইমরান এমি | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

মা আমাকে খোকা বলে

ডাকলো যেদিন কাছে

সেদিন থেকে বাংলা আমার

বুকের ভিতর আছে।

উর্দু হবে রাষ্ট্র ভাষা

জিন্নাহ দিলো ঘোষণা

গর্জে বলে বাঙালিরা

তা কখনও হবে না।

হাসি মুখে দিলো তারা

ভাষার জন্য জান,

সে ভাষাতেই আমরা যে গাই

মিষ্টি মধুর গান।

মাতৃভাষা বাংলা আমার

খোদার সেরা দান,

এই ভাষাতে শান্তি মিলে

ভরে উঠে প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধফয়েজ আহ্‌মদ : সমাজ বাস্তবতার শিল্পী
পরবর্তী নিবন্ধএকুশ আমাদের গর্ব