রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা মাঝি (নেতা) নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে উখিয়ার জামতলী ১৫ নং ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।
নিহতরা হলেন উখিয়ার জামতলী ১৫ নম্বর ক্যাম্পের সি/১ ব্লকের আবদুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও সি/৯ ব্লকের ইমাম হোসেনের পুত্র সাব মাঝি সৈয়দ হোসেন (৩৫)। তাদেরকে সি/৯ ব্লকের দেড়শ ফুট উঁচু একটি পাহাড়ি ঢালুতে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
নিহত রোহিঙ্গাদের স্বজনরা জানান, ১০/১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের হত্যা করেছে। ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন জানান, অজ্ঞাত দুষ্কৃতকারীদের গুলিতে মঙ্গলবার মধ্যরাতে দুই রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। খবর পেয়ে এপিবিএন সদস্যরা রোহিঙ্গা মাঝি আবু তালেব ও সৈয়দ হোসেনকে উদ্ধার করে জামতলী ক্যাম্পের একটি আইএনজিও হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, সেখানে কর্তব্যরত চিকিৎসক রোহিঙ্গা সাব মাঝি সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হেড মাঝি আবু তালেবকে আরো উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এপিবিএনের ওই কর্মকর্তা জানান, নিহত সৈয়দ হোসেনের গলায় ১টি ও আবু তালেবের গলায় ২ টি ও বুকের পাজরে একটি গুলি করা হয়েছে। ৮-১০ জনের একদল সশস্ত্র দুষ্কৃতকারী পূর্ব শত্রুতার জেরে তাদের গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।