সভাপতি-সম্পাদকের প্রতি ৯৪ নেতাকর্মীর অনাস্থা

কেন্দ্রের কাছে ৩ দাবি, না মানলে আগস্টে আন্দোলনের হুঁশিয়ারি

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর প্রতি অনাস্থা প্রকাশ করেছেন নবগঠিত কমিটির ৯৪ জন নেতাকর্মী। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে তিন দফা দাবি নিয়ে কেন্দ্রীয় দপ্তর সেলে খুব শিগগির যোগাযোগ করবেন বলে জানান নেতাকর্মীরা। দাবি আদায় না হলে আগস্টের পর কঠোর কর্মসূচি ও রাজপথে নামার হুমকিও দেন তারা। গতকাল বুধবার দুপুরে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা এ অনাস্থা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয়। তিনি বলেন, রাজপথের পরীক্ষিত ও ত্যাগী কর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও বিতর্কিত অনেককে নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে তিন দফা দাবি জানিয়ে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
দাবিগুলো হলো, পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্তকরণ। পদপ্রাপ্ত নেতাদের যোগ্যতা অনুযায়ী ক্রমানুসারে যোগ্যস্থানে পুনরায় মূল্যায়ন। নতুন কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ।
ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ছয় বছর পর কমিটি হওয়ায় সদস্য সংখ্যা বেশি। বেশি সদস্যের কমিটি দিয়ে যদি সংগঠন ভালো থাকে তাহলে তাই-ই করা উচিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয়, রকিবুল হাসান দিনার, আবু বকর তোহা, মইনুল ইসলাম রাসেল, আবরার শারিয়ার, সুমন খান, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক সাজ্জাদ আনাম পিননসহ অন্যান্য নেতাকর্মী।

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাতে সন্ত্রাসীর গুলিতে দুই রোহিঙ্গা মাঝি নিহত
পরবর্তী নিবন্ধঅর্থ বিভাগ ও বিপিসির মধ্যে ৪ হাজার কোটি টাকার ফারাক