ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যের দিন শেষ হতে চলেছে। এ অঞ্চলের দেশগুলোর জনগণ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে জেগে উঠছে। গতকাল বৃহস্পতিবার এক সমাবেশে ভার্চ্যুয়ালি দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। খবর বাংলানিউজের।
তিনি বলেন, ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না―তা শত্রুরাও জানে। এরপরও তারা আমাদের শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহার করতে দিতে চায় না। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, আজ হোক অথবা কাল আমাদের বেসামরিক কাজে পরমাণু জ্বালানির ওপর নির্ভরশীল হতেই হবে।