রুশ সৈন্য কমছে না, বরং বাড়ছে

ইউক্রেন হামলা চালিয়েছে; অভিযোগ বিচ্ছিন্নতাবাদীদের

| শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেওয়া হচ্ছে বলে মস্কো ইঙ্গিত দিলেও ওই এলাকায় রুশ সৈন্যের উপস্থিতি না কমে বরং বাড়ছে বলে সতর্ক করেছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও এস্তোনিয়া গত বুধবার এ সতর্কবার্তা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
অন্যদিকে ইউক্রেনের সরকারি বাহিনী তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির পূর্বাঞ্চলভিত্তিক বিচ্ছিন্নতাবাদীরা। রাশিয়ার সমর্থনপুষ্ট এ বিচ্ছিন্নতাবাদীরা গতকাল বৃহস্পতিবার জানায়, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় তাদের ভূখণ্ডে চারবার মর্টারের গোলা নিক্ষেপ করেছে সরকারি বাহিনীগুলো। এতে কেউ হতাহত হয়েছে কি না, তারা তা নির্ধারণের চেষ্টা করছে বলে জানিয়েছে।
উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়া জানিয়েছে, ইউক্রেনের ‘মূল ভূখণ্ড’ দখলে সম্ভাব্য হামলার লক্ষ্যে রুশ যুদ্ধবাহিনীগুলো অগ্রসর হচ্ছে। প্রকাশ্যে দেওয়া বিরল এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান বলেছেন, ইউক্রেন সীমান্তের কাছে আরও অনেক সাঁজোয়া যান, হেলিকপ্টার ও ফিল্ড হাসপাতাল দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য শেষ হতে চলেছে’
পরবর্তী নিবন্ধএবার ঢাকার নুসরাতের বিপরীতে যশ