চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব (সিজেএসসি) এর ব্যবস্থাপনায় এবং কে এম এজেন্সির পৃষ্ঠপোষকতায় আয়োজিত কে এম এজেন্সি ভেটারেন ফুটবল টুর্নামেন্টে সবার আগে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম মাস্টার্স ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ ক’ গ্রুপের খেলায় চট্টগ্রাম মাস্টার্স ক্লাব ৯–০ গোলের বিশাল ব্যবধানে ক্লাব ’৯১ কে পরাজিত করে টুর্নামেন্টের শেষ চারে খেলা নিশ্চিত করে। চট্টগ্রাম মাস্টার্সে ফরহাদ, আসাদ, আনোয়ারদের মত সাবেক জাতীয় তারকারা অংশ নিয়েছেন। এছাড়াও দলটিতে ছিল পাভেলদের মত সাবেক তারকা ফুটবলার। যদিও এদের সবাইকে ছাপিয়ে দলের জয়ের অন্যতম নায়ক ফেরদৌস। তিনি করেছেন হ্যাটট্রিক। অবশ্য সাবেক তারকা ফুটবলার পাভেলও হ্যাটট্রিক করেছেন। মুলত এদুজনের করা ছয় গোলেই বিধ্বস্ত ক্লাব ’৯১। চট্টগ্রাম মাস্টার্সের পক্ষে বাকি তিনটি গোল করেন সাবেক দুই জাতীয় ফুটবলার ফরহাদ এবং আনোয়ার। এদের মধ্যে ফরহাদ করেন দুটি গোল। আর আনোয়ার একটি গোল করেন। গতকালের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মাস্টার্স ক্লাবের সাবেক জাতীয় তারকা আরিফুল কবির ফরহাদ। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য নাসির মিয়া। এর আগে প্রথম খেলায় তারা কামাল উদ্দিন স্মৃতি সংসদকে ২–১ পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করেছিল চট্টগ্রাম মাস্টার্স ক্লাব। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এই দলটি এবারেও যে শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে সেটা পরিষ্কার করে দিয়েছে এরই মধ্যে সবার আগে সেমিফাইনালে জায়গা করে নিয়ে। এখন দেখার বিষয় সেমিফাইনালে এই দলটির সামনে কোন দল পড়ে। এদিকে আজও টুর্নামেন্টের দুটি খেলা অনু্ষ্িঠত হবে। প্রথম খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে জনতার। দিনের দ্বিতীয় খেলায় চকবাজার স্পোর্টিং ক্লাব এবং সবুজ সংঘ মুখোমুখি হবে।