ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যৌথভাবে পালন করতে ভারত গেছে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ২৫ সদস্যের প্রতিনিধি দল।
এই দলে রয়েছেন চট্টগ্রামের তিনজন বীর মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার ভূইয়া, সমাজকর্মী ও সাংবাদিক বিপ্লব দে পার্থ এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু। বাকি ২২ জন বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
ভারতের মেঘালয় রাজ্যে গতকাল ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত রয়েছে নানা কর্মসূচি। ভারত ও বাংলাদেশের মৈত্রীপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ভারত সরকারের ডিফেন্স উইংয়ের উদ্যোগে এই আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।