করোনার উচ্চ সংক্রমণরোধে দেশে এখন সর্বাত্মক লকডাউন চলছে। ফলে স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। খুব বেশি প্রয়োজন না হলে মানুষ বাহিরে বের হচ্ছেন না। কঠোর লকডাউন থাকায় দোকানপাঠ, হোটেল, রেস্টুরেন্টেগুলো কার্যত প্রায় বন্ধ রয়েছে। ফলে রাস্তায় ঘুরে বেড়ানো বেওয়ারিশ, ছিন্নমূল কুকুর ও বিড়ালগুলো খাবারের অভাবে অসহায় হয়ে পড়েছে। এসব প্রাণীগুলো নিয়মিত খাবার পাচ্ছে না। নিয়মিত খাবার না পাওয়ার কারণে বোবা প্রাণীগুলো অসুস্থ ও রোগাক্রান্ত হয়ে নেতিয়ে পড়েছে। বেওয়ারিশ এসব প্রাণীগুলোকে আমাদের বাঁচাতে হবে। কারণ এগুলোও আমাদের পরিবেশের অংশ এবং বাস্তুসংস্থানের গুরুত্বপূর্ণ উপাদান। যতটুকু পারা যায় এদের খাবার দিয়ে সাহায্য করা উচিত। আমরা চাইলে আমাদের বাসাবাড়িতে বেঁচে যাওয়া, ফেলে দেওয়া কিংবা উচ্ছিষ্ট খাবারগুলো এদের খেতে দিতে পারি। প্রয়োজনে মাছের কাঁটা কিংবা মাংসের হাড়গুলো যত্রতত্র ফেলে না দিয়ে এদের দিতে পারি। এতে করে কিছুটা হলেও ক্ষুধার জ্বালা থেকে তাদের মুক্তি মিলবে। মানুষ নিজের খাবার নিজে তৈরি করে কিংবা কারও কাছে চেয়ে খেতে পারে। কিন্তু অবলা প্রাণীগুলো এসবের কিছুই পারে না। তাই সকলেরই উচিত এদের সাহায্যে এগিয়ে আসা। সাধ্যানুযায়ী খাবার দিয়ে এদের বাঁচতে সহযোগিতা করা।
মো. আশরাফুল ইসলাম, চট্টগ্রাম