ভয়ঙ্কর রূপ ডেল্টা ভেরিয়েন্ট, সতর্কতা প্রয়োজন

প্রদীপ ভট্টাচার্য্য | বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

একাধারে তিন ধরণের কোভিড বিস্তার রোধ করতে হলে, পূর্বের মতো নাম সর্বস্ব লকডাউনের কোন প্রয়োজন নেই। কারণ করোনা নিয়ন্ত্রণে লকডাউন নামে পূর্বে যা হয়েছে তাঁর পুরোটাই হাস্যকর। বর্তমান সময়ে সংক্রমণের হার বেড়ে যাওয়ার পরেও মানুষের মধ্যে সচেতনতা, সতর্কতা রেশ মাত্রও নেই। বেশিরভাগ মানুষ মাস্ক পরে না। স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব বজায় না রাখার চিত্র দেখা যাচ্ছে প্রতিনিয়ত। যার কারণে এই ভয়ঙ্কর ভাইরাসটি সীমান্ত পাড়ি দিয়ে গ্রাম, শহর ও পাহাড়েও সংক্রমিত হচ্ছে। দেশের হাসপাতালগুলোর রোগীর চাপই এর প্রমাণ। লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বেড়ে যাওয়া ও দিনদিন মৃতের সংখ্যা দেখে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। চলমান সময়ে এর বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে দিনদিন ভয়ানক রূপ ধারণ করবে। এমনকি কঠোর লকডাউনকে হেলাফেলা, গা ছাড়াভাব দেখালে করোনা পরিস্থিতি পার্শ্ববর্তী দেশের মতো বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই লকডাউনের সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের ব্যাপারে সরকারকে আরো কঠোর হতে হবে। এবিষয়ে শৈথিল্য প্রদর্শনের কোন সুযোগ না দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং আগামী দিনে এই ভয়ংকর ভেরিয়েন্টকে ঠেকানো ও শূন্যের কৌঠায় আনতে সরকারের কঠোর মনিটরিং জোরদার করা প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধবেওয়ারিশ কুকুর-বিড়ালদের খাবার দিন
পরবর্তী নিবন্ধপরিবেশ রক্ষায় সচেতনতা চাই