প্রতিনিধি নাট্যোৎসবের ৬ষ্ঠ দিনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয় দুইটি একক নাটক ‘বীরাঙ্গনার বয়ান’ এবং ‘সীতার অগ্নিপরীক্ষা’। মুক্তিযুদ্ধে নারী নির্যাতনের কাহিনি নিয়ে ঢাকার শব্দ নাট্য চর্চা কেন্দ্র প্রযোজিত ‘বীরাঙ্গনার বয়ান’ রচনা করেছেন রওশন জান্নাত রুশনী। নাট্যকার রওশন জান্নাত নিজেই একক অভিনয় করেছেন নাটকে। নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদরের দ্বারা নির্মমভাবে নির্যাতিত হন যশোরের নারী হালিমা। তাঁর মুখে উঠে আসে সেই সময়কার অসহনীয় সব বর্বরতার গল্প।
নাটকে একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। মঞ্চস্থ হওয়া দ্বিতীয় নাটক হলো সাধনা ঢাকার প্রযোজনা, সাইমন জাকারিয়া রচিত ‘সীতার অগ্নিপরীক্ষা’। নির্দেশনার পাশাপাশি এতে একক অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকী। নাট্যকার এই নাটকে ব্যবহার করেছেন বর্ণাত্মক নাট্যরীতির কৃৎকৌশল। এখানে সীতার অগ্নিপরীক্ষা মানে সীতার জবানবন্দী। আর এই জবানবন্দী বাল্মীকি কিংবা কৃত্তিবাসের ভাষ্যে নয়, পুরোটা কাল্পনিক ভাষ্যে রচিত।
এখানে রাবণ দানবিক নয়, মানবিক। এখানে সীতা আবেগী নয়, যুক্তিবাদী। মূলত, নাটকটি সেকাল ও একালের নারীদের চরিত্রচিত্রণ। নাটকের নৃত্য পরিচালক লুবনা মারিয়াম, সুর ও সঙ্গীত পরিচালক মো. জাহিদুল কবির লিটন, সঙ্গীত অয়ন চৌধুরী, অসীম কুমার নট্ট, লরেন্স উজ্জ্বল, শান্তা, পোশাক পরিকল্পনা ফারজানা কবির সিমি, রেহানা হক পলি, মঞ্চ পরিকল্পনা আলি আহমেদ মুকুল, আলোক পরিকল্পনা অম্লান বিশ্বাস, প্রযোজনা ব্যবস্থাপক ফারুক খান টিটু, কৃতজ্ঞতাস্বীকার দেশ নাটক।