সম্প্রতি সারাদেশে বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে কিংবা সভায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে যা নীরব ঘাতক হিসেবে ভূমিকা পালন করছে। উচ্চ শব্দে গান বাজানোর ফলে শিক্ষার্থী বিশেষ করে যাদের পরীক্ষা চলমান তাদের পড়াশোনা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বয়স্ক যারা হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত তাদের শরীরে এটি ক্ষতিকর প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে শিশুদের জন্য এধরনের শব্দ খুবই ক্ষতিকর। বেশিরভাগ সময় দেখা যায় সারারাত এসব আওয়াজের জন্য সাধারণ মানুষের ঘুমে বিঘ্ন ঘটে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। উচ্চমাত্রার শব্দের কারণে মানুষ শ্রবণশক্তির সমস্যা, হৃদরোগ, মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়। এ বিষয়ে বিভিন্ন আইন যেমন শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ আছে তবে আইনের সঠিক প্রয়োগ মোটেও দেখা যায়না। তাই এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ হাতে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জান্নাতুল ফেরদৌস সায়মা
শিক্ষার্থী, আইন বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়