কক্সবাজার সমুদ্র্রসৈকতে নিরাপদ পরিবেশ চাই

পিয়াসা দাশ গুপ্তা | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

সুজলা সুফলা শস্য শ্যমলা নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ। এই দেশে অসংখ্য পাহাড়, সমুদ্র, হাওড়, বাওর ও আকর্ষণীয় পর্যটন এলাকা রয়েছে। তবে এতসব ভ্রমণের জন্যে এলাকা থাকলেও পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত সকলের আকর্ষণের মূলকেন্দ্র। যেটি রয়েছে কক্সবাজার জেলায় বঙ্গোপসাগর তীরে। বিশ্বের বৃহত্তম এই সমুদ্র সৈকত ছাড়াও পুরো কক্সবাজার এলাকায় রয়েছে হিমছড়ি, ইনানি বিচ, আদিনাথ, মার্তিনের কুপ, ইত্যাদি। অথচ এখানে ভ্রমণের আসা মানুষের কোনো নিরাপদ পরিবেশ নেই। যার ফলে বিভিন্ন সময় ঘটে চলেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এতে করে অপরূপ সৌন্দর্যের আধার কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশে গতি হারাচ্ছে এবং সাধারণ মানুষ ও ভ্রমণপিপাসুদের গুরুত্ব হারাচ্ছে। তাই কক্সবাজারসহ দেশের সকল পর্যটন স্পট এলাকায় অবকাঠামো উন্নয়ন ও নিরাপদ ভ্রমণের পরিবেশ নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। শুধু কক্সবাজার নয়, অপার সৌন্দর্যের লীলাভূমি নৈসর্গিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ প্রতিটি স্পট পর্যটকদের যাতে আকৃষ্ট করে সেই বিষয়ে দৃষ্টি দিতে হবে। এতে করে দেশের পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগানো যাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।
এইদিকে আমাদের মত অনেকে অভিভাবক আছেন, যারা সাড়া বছর বিশেষ করে ডিসেম্বরের এই সময়ে ছেলেমেয়ের পরীক্ষা শেষে কক্সবাজারে সমুদ্র সৈকত সহ বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার প্রত্যাশা থাকে। সেই হিসাবে পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
লেখক: সংস্কৃতিকর্মী

পূর্ববর্তী নিবন্ধবিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো পরিহার করুন
পরবর্তী নিবন্ধসহজ-সরল জীবন নির্বাহই উত্তম পন্থা