বিভাজিত হই প্রতিরোজ আমি
প্রতি ক্ষণে ক্ষণে দিনে ও রাতে
জীবনের মোড় ঘুরে গেলে বুঝি
এমনই হয় সময়ের সাথে।
বিভাজিত হই চলার রীতিতে
বিলাসী ভেষজ রোজ ভক্ষণে
বিভাজন পড়ে চোখে সকলের
অনায়াসে ধরা পড়ে লক্ষণে।
বিভাজিত হই আপনে স্বজনে
ঘরে বাইরে এখানে সেখানে
হয় বিভাজন বিশেষ করে
মানুষেরা বাস করে যেখানে
মানুষের দায় মানুষ মেটাবে
পরস্পরে আদিকাল থেকে
মানুষ হয় না মুখের কথায়
মানবতা গুণ থাকা ব্যতিরেকে।
বিভাজিত হই অন্নে বস্ত্রে
পথের ভিখারী সাধু শয়তানে
বুঝি না সময় বা চরিত্র
ভূমিকাটা কার এই বিভাজনে
সময়ের সাথে বিশ্বটা ঘুরে
বিভাজন আনে প্রতি ক্ষণে ক্ষণে
বিশ্বাস থাক যতই অটুট
বিভাজন হয় ধনে ও জনে।