মাস্ক না পরায় ১২ ব্যক্তিকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের এসিল্যান্ড সুবল চাকমা। গতকাল নগরীর পাহাড়তলী বাজার ও অলংকার মোড় এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে ১২ পথচারী ও দোকানদারের বিরুদ্ধে ১২টি মামলা দায়ের করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সুবল চাকমা বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে রোববার (আজ) থেকে মাঠে নামবে জেলা প্রশাসনের টিম। আমরা আজকে (শনিবার) নিয়মিত অভিযানের অংশ হিসেবে মামলা ও জরিমানা করেছি। যাদেরকে জরিমানা করা হয়েছে তারা পথচারী ও দোকানদার।
তিনি বলেন, জরিমানার পাশাপাশি সাধারণকে সতর্ক করেছি। তাদের বোঝানোর চেষ্টা করেছি, করোনাভাইরাস ধরন পাল্টে ওমিক্রন হয়েছে। প্রতিদিন সংক্রমণ বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।