লিফটে আটকা কলেজ শিক্ষিকা, ফায়ার সার্ভিসে উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

নগরীর আতুরার ডিপো এলাকায় ভবনের লিফটে আটকে পড়া এক কলেজ শিক্ষিকাকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবন মালিক ও লিফটম্যান এক ঘণ্টা চেষ্টা করেও তাকে বের করতে না পারলে তার স্বামী ৯৯৯ এ ফোন করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় আতুরার ডিপোর বনানী আবাসিক এলাকার জোবেদা টাওয়ারে এ ঘটনা ঘটে। আটকে পড়া অধ্যাপক নুরু মমতাজ (৫০) সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষিকা। তার স্বামী একই কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মো. নুরুল আজম। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৭ তলা ভবনের ৩ তলায় লিফটে আটকে পড়া কলেজ শিক্ষিকাকে নিরাপদে উদ্ধার করি। লিফটে ত্রুটি থাকার কারণে এমন অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধবিধিনিষেধ বাস্তবায়নে আজ মাঠে নামবে জেলা প্রশাসনের টিম
পরবর্তী নিবন্ধচিকিৎসা শেষে বাড়ি ফেরা হল না ওদের