বিজয়ের কথা

গাজী আরিফ মান্নান | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:২১ পূর্বাহ্ণ

নিজ অধিকার ভোগ করিতে

জীবন দিয়ে চায় লড়িতে

মাতৃভূমির টানে,

দেশের মানুষ যুদ্ধ করে

বিজয় আসে নমাস পরে

মুক্তির গানে গানে।

বাংলা সুরের বাজনা বাজে

সবুজ জমিন লালে সাজে

দেশটা স্বাধীন হলে,

পূব আকাশে রক্তিম সূর্য

বীর বাঙালী খাঁটি শৌর্য

সবাই এটা বলে।

বাংলা মায়ের দামাল ছেলে

বুকের তাজা রক্ত ঢেলে

আনলো স্বাধীনতা।

পূর্ববর্তী নিবন্ধকালরাত
পরবর্তী নিবন্ধস্বাধীনতা মানে