বাস্তবের আঙিনা

মুন্সী আবু বকর | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

তোমার চোখে জিজ্ঞাসার নক্ষত্র,

তুমি কি ভালোবাসো? বাস্তব, নাকি কল্পনা?’

আমি দাঁড়িয়ে শূন্যের প্রান্তে,

মনে মনে আঁকি উত্তরের রেখা।

 

ভালোবাসা কি শুধুই অনুভূতির ছায়া?

নাকি তা সময়ের পিঠে খোদাই করা প্রতিজ্ঞা?

তোমার প্রশ্নে কেঁপে ওঠে আমার ভেতর,

যেন নির্জন রাতে ঢেউয়ের মৃদু ঝড়।

 

বাস্তব,’ বলি আমি, শব্দে জ্বলে আলো,

তোমার ঠোঁটে ফুটে ওঠে নীরবতার পালক।

আমার শব্দে তুমি খুঁজে পাও পৃথিবীর ধ্রুব,

যেখানে কল্পনাও লুকায় বাস্তবের গৃহ।

 

তুমি আর আমি,

আকাশের নিচে বাস্তবের আঙিনা,

ভালোবাসা আমাদের শিকড়,

যেখানে সময়ও থেমে যায়।

পূর্ববর্তী নিবন্ধএক টুকরো আলোর প্রত্যাশায়
পরবর্তী নিবন্ধকাশফুল