খোকন সোনা ধরেছে বায়না
চাঁদটা এনে দাও,
চাঁদটি দিয়ে আমার থেকে
ভালোবাসা নাও।
ঐ যে দেখো ফুলপরিদের
মেলার আয়োজন,
ফুলপরিরা খুব সুন্দর
উদার তাদের মন।
প্রজাপতি মেলছে ডানা
উড়ছে দেখো ঐ,
রাঙা ঠোঁটের টিয়া পাখি
আজকে গেলো কই।
নদীর ঢেউয়ে নাচছে দেখো
পাল তোলা ঐ নাও,
চাঁদের কোমল স্নিগ্ধ আলো
আমায় কিছু দাও।
আমি যাবো চাঁদের দেশে
দেখবো চাঁদের বুড়ি,
তাহার নাকি বয়স এখন
সাতশ হাজার কুড়ি।
আমায় পেয়ে চাঁদের বুড়ি
আপন করে নেবে,
চাঁদের কথা বললে আমায়
চাঁদটা দিয়ে দেবে।