মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের করা মামলার তদন্তকারী সংস্থা পরিবর্তনের আবেদন করেছেন বাবুলের আইনজীবী। গতকাল রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে এ আবেদন করা হয়। খবর বিডিনিউজের।
বাবুল আক্তারের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বর্তমান তদন্ত সংস্থা পরিবর্তন করে মামলাটি সিআইডি বা র্যাব বা অন্য যে কোনো সংস্থাকে তদন্ত দেওয়ার জন্য আবেদন করেছি। আদালত ১২ ডিসেম্বর শুনানির জন্য তারিখ ধার্য করেছেন।
এর আগে বাবুলের করা মামলাটি ‘অধিকতর তদন্ত’ করতে আগের তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন আদালত। যদিও এ মামলায় পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনটি আদালত গ্রহণ করেনি। অধিকতর তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে পিবিআইকে ১২ ডিসেম্বর সময় নির্ধারণ করে দিয়েছে আদালত।
এ বিষয়ে শেখ ইফতেখার বলেন, আমরা যেহেতু তদন্তকারী সংস্থা পরিবর্তনের আবেদন করেছি। তাই এ বিষয়ে আদালতের নির্দেশনার অপেক্ষায় থাকব। তারপর বলতে পারব।
বাবুলের করা মামলায় পিবিআই এর দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের উপর গ্রহণযোগ্যতার শুনানি শেষে গত ৩ নভেম্বর মামলাটি নতুন করে তদন্তের আদেশ দিয়েছিলেন আদালত।












