বিজিবির সাথে গোলাগুলি, মাদক কারবারী নিহত

১ লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

টেকনাফ সীমান্তে বিজিবি ও মাদক কারবারীদের সাথে গোলাগুলির ঘটনায় এক মাদক কারবারী নিহত হয়েছে। এসময় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা, দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে ৪/৫জন লোক হোয়াইক্যং মিনাবাজার ও নয়াবাজারের নাফনদী সংলগ্ন একটি মৎস্য ঘের অতিক্রম করে সামনের দিকে আসলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। গুলিতে বিজিবির নায়েক সাজদার রহমান (৩৭) ও ল্যান্স নায়েক মোস্তফা আলী (৩২) নামে দুই সদস্য আহত হলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিজিবি। এক পর্যায়ে ২/৩জন কারবারী নাফনদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে বস্তাভর্তি ১ লাখ ইয়াবা, ১টি দেশীয় তৈরি লম্বা বন্দুক, ১টি গুলির খোসা ও গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক মাদক কারবারীকে উদ্ধার করেন। গুলিবিদ্ধ যুবককে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক হোয়াইক্যং মিনা বাজার এলাকার আবু ছিদ্দিকের পুত্র মো. মামুন (২৩) বলে জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে বলে জানান বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

পূর্ববর্তী নিবন্ধআবেদনের জন্য সফটওয়্যার বানাচ্ছে চুয়েট
পরবর্তী নিবন্ধবাবুলের মামলায় তদন্ত সংস্থা বদলের আবেদন